কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় নিখোঁজের ৩ দিন পর এক নির্মাণ শ্রমিকের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে কলারোয়ার কাজিরহাট কলেজের সামনে একটি মাছেরঘেরে এ উদ্ধারের ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার কেরালকাতা গ্রামের সদোর আলির ছেলে ইমরান হোসেনের (২৭) গত রোববার থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন। বিভিন্ন জায়গায় কাজের সন্ধানে যেতেন বলে জানা যায়। বুধবার কলারোয়ার কাজিরহাট কলেজের সামনে একটি মাছ চাষের ঘেরে একটি মৃতদেহ পানিতে ভাসতে দেখে এলাকাবাসী গ্রামপুলিশকে খবর দেন । কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৭টার দিকে গ্রাম পুলিশের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে যায় পুলিশের একটি টিম। সেখানে একটি মৎস্যঘের থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনেরা লাশটি নিখোঁজ থাকা ইমরানের বলে শনাক্ত করেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। মৃতের বড় ভাই মিকাইল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।