কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে কাঁকশিয়ালী ও সীমান্ত নদী ইছামতিতে অভিযান চালিয়ে জব্দ করা ৪ হাজার মিটার অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা মৎস্য অধিদপ্তরের অফিস সহকারী সাবিরুল ইসলাম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ জানান, বুধবার বেলা ৩ টা থেকে ৬ টা পর্যন্ত উপজেলা সদরের ডাকবাংলা মোড় সংলগ্ন কাঁকশিয়ালী নদীতে এবং শুইলপুর পর্যন্ত ইছামতি নদীতে অবৈধ জাল জব্দের জন্য অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪০ টি অবৈধ বেহুন্দি, নেট ও কারেন্ট জাল জব্দ করা হয় যার আনুমানিক দৈর্ঘ্য ৪ হাজার মিটার। তবে এ সময় জাল ব্যবহারকারিদের আটক করা সম্ভব হয়নি। পরে বিকেল সাড়ে ৬ টার দিকে জব্দকৃত জাল সোহরাওয়ার্দী পার্কের পাশে কাঁকশিয়ালী নদীর তীরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তিনি বলেন, নদীতে অবৈধ জাল ব্যবহার করে গলদা ও বাগদার রেনু ধরার সময় বিভিন্ন প্রজাতির মাছের রেনু জালে আটকা পড়ে। অন্যান্য প্রজাতির মাছের রেনু নদীতে না ফেলে তারা সেগুলো ডাঙ্গায় ফেলে দেয়ায় মৎস্য সম্পদের মারাত্মক ক্ষতি হচ্ছে। মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবহারকারিদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।