ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট এর এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্স ভবন মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।
এডহক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহম্মদ এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডহট কমিটির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ কুমার রায়, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ শাহেদুর রহমান জোহা, সদস্যবৃন্দ বীর মুক্তিযোদ্ধাগ শেখ ফজিলাত হোসেন, শেখ ইশারাত আলী, মো: শহিদুল্লাহ, মো: রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় বীর মুক্তিযোদ্ধারা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হস্তান্তরসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন জানান, বীর মুক্তিযোদ্ধারা বিভিন্ন সমস্যার কথা জানান। অবিলম্বে বিষয়গুলো সমাধান করা হবে।