প্রেসবিজ্ঞপ্তি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের রুরাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি চলাকালে কোলা বাজার ইউনাইটেড হাই স্কুল, গাজীর হাট মাধ্যমিক বিদ্যালয়, পান্তাডাঙ্গা দাখিল মাদ্রাসা, দামোদরপুর কারামতিয়া দাখিল মাদ্রাসা, ৩ নম্বর কোলা ইউনিয়ন পরিষদ, কোলা ইউনিয়নের খড়িকা ডাঙা গ্রামের দরিদ্র ৪৫ টি পরিবারের মাঝে আম,কাঁঠাল,জলপাই ও বকুল ফুল গাছ বিতরণ করা হয়। এছাড়াও খড়িকাডাঙ্গা,রাকড়া,মির্জাপুর গ্রামের আটটি মসজিদ ও একটি সম্মিলিত কবরস্থানেও গাছ প্রদান করা হয় সংগঠনেরের পক্ষ থেকে।