জীবননগর প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুরে পরিবেশ গত কৃষিকাজ সম্প্রসারণের লক্ষ্যে প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। পল্লী-কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বুধবার বিকেল ৪ টার সময় সন্তোষপুর তেল পাম্পের সামনে ভাইভাই কৃষি প্রজেক্টে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন। মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিনাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, জীবননগর উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইয়াছিন আলী,ভাই ভাই কৃষি প্রজেক্টের সত্ত্বাধিকারী জাহিদুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের স্মার্ট প্রজেক্টের ম্যানেজার সরোয়ার হোসেন, মাঠ সমন্বয়কারী শাখাওয়াত হোসেন সহ অনেকে। অনুষ্ঠানে ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তারা ও স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।