ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন জলাশয়ে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) ৩২ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৫৫১ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা ভূমি অফিসের পুকুরে ২২ কেজি এবং সাজিয়াড়া শামছুল উলুম মাদ্রাসায় ২০ কেজি মাছের পোনা অবমুক্তকরণের মধ্যদিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন খুলনা জেলা মৎস্য অফিসার মো. বদরুজ্জামান ও ডুমুরিয়া সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী।
জেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান জানান, ‘ডুমুরিয়ায় মৎস্য বিভাগ অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। ডুমুরিয়া একটি বড় উপজেলা। মাছের পোনা অবমুক্তিকরণের মধ্যদিয়ে এ উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধিতে একটি বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সোহেল মো. জিল্লুর রহমান রিগান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হামিদুর রহমান, সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান, খামার ব্যবস্থাপক মাহবুবা সুলতানা, উপজেলা ভুমি অফিসের কানুনগো জাকির হোসেন, সার্ভেয়ার মিজানুর রহমান, মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার তরিকুল ইসলাম, টেকনিক্যাল অফিসার প্রনব কুমার দাস ও আশিকুর রহমান প্রমুখ।