Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডুমুরিয়ার মহামায়া আশ্রমের নারায়ণ গোসাই আটক

এখন সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর , ২০২৫, ১০:৩৭:৫০ পিএম

 

ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় জিয়েলতলা মহামায়া আশ্রমের ধর্মগুরু নারায়ণ চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ। ১৫ বছর বয়সী এক শিশুকে  ধর্ষণ চেষ্টার অভিযোগে বুধবার ভোরে আশ্রম প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। তিনি জিয়েলতলা গ্রামের মৃত হরিপদ রায়ের ছেলে। শিশুটি পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।

জানা যায়, দীর্ঘ দিন ধরে শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের মহামায়া আশ্রমে প্রতি মঙ্গলবার ধর্মীয় অনুষ্ঠানাধী হয়ে আসছে। পিতার মৃত্যুর পর থেকে আশ্রম পরিচালনা করে আসছেন নারায়ন গোস্বামী।

স্থানীয়রা জানান, ১৬ জুলাই আশ্রমের পাশের গ্রাম কদমতলা এলাকায় এক ভক্তের আহবানে তাদের বাড়িতে পারিবারিক ধর্মীয় অনুষ্ঠানে যান নারায়ন গোস্বামী। সেখানে অনেক রাত পর্যন্ত অনুষ্ঠান চলে। অনুষ্ঠান পরবর্তী খাওয়া-দাওয়া শেষে গোসাই নারায়নকে ঘুমানোর জন্য ঘরের খাটের উপর জায়গা করে দেয়া হয়। এরআগে অনুষ্ঠান চলাকালীন ও বাড়ির দুটি মেয়ে সেই ঘরের রুমে ফ্লোরে ঘুমিয়ে ছিলো।

রাত আড়াইটার দিকে ঘুমন্ত ছোট শিশুকে কোলে নিয়ে তার মা ও বাবা পাশের বাসায় গিয়ে ঘুমায়। রাত ৩টার দিকে গোসাই বাবা ঘরে ঘুমাতে যায়। ওই ঘরের মেজেতে ১৫ বছরের শিশু ঘুমানো ছিলো। এরপর গোসাই বাবা ঘুমন্ত মেয়ের শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। তখন মেয়ের ঘুম ভেঙে যায়। গোসাইয়ের অনৈতিক কাজে বাধা দিলে তাকে ধমক দিয়ে চুপ থাকতে বলে। মেয়ে ডাক-চিৎকার দেয়ার চেষ্টা করলে মুখের উপর মুখ রেখে শরীরের উপর উঠে দুই হাত চেপে ধরে। তারপর বিভিন্ন স্থানে স্পর্শ করে। একপর্যায়ে মেয়ে অজ্ঞান হয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠলে বিষয়টি কাউকে না বলার জন্য মেয়েকে ভয়ভীতি দেয় এবং বলে ডিসি-ওসিসহ অনেক ভক্তবৃন্দ রয়েছে আমার। তাছাড়া মা কালিও আমার সাথে আছে। একথা কাউকে বললে তোমার (মেয়ের) বড় ক্ষতি হবে।

ক্ষতিগ্রস্ত শিশুর পিতা বলেন, গোসাই বাবা আমাদের দীক্ষাগুরু। তাকে আমরা দেবতার মত শ্রদ্ধা করতাম। আমার মেয়ে তাকে দাদু বলে ডাকে। ঘটনার পর থেকে মেয়ে আমাদের সাথে অস্বাভাবিক আচরণ শুরু করে। একপর্যায়ে ঘটনার ৩দিন পর মেয়ে ঘটনা খুলে বলে। লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা করি। কিন্তু এই বিষয়ে স্থানীয়দের অনেকের মধ্যেই জানাজানি হয়ে গেছে। 

থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, কদমতলা গ্রামের কন্যা শিশু ধর্ষণের ঘটনায় জিয়েলতলা গ্রামের নারায়ন চন্দ্র রায়কে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)