দাকোপ প্রতিনিধি: বহিষ্কৃত নেতা মোজাফ্ফার হোসেনের নেতৃত্বে মিছিলের প্রতিবাদে চালনা পৌর বিএনপি প্রতিবাদ সমাবেশ বুধবার সকালে দাকোপ উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা বিএনপির সদস্য শেখ শাকিল আহমেদ দিলু। চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব আল আমিন সানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সাবেক কাউন্সিলর আইয়ুব আলী কাজী, ইমরান হোসেন পলাশ, এস এম ফয়সাল হোসেন, সাবেক কাউন্সিলর আ. বারিক শেখ, সুব্রত রায়, সাঈদ শেখ, রনি রায়, আরিফ বিশ্বাস, জাকির হোসেন, সঞ্জয় সাহা, মাহাবুর শেখ, অরুপ সাহা, আ. সাত্তার সরদার, হযরত আলী, হাবিবুল্লাহ গাজী, হান্নান খলিফা প্রমুখ।
সমাবেশে বক্তারা বহিষ্কৃতনেতা মোজাফ্ফারকে স্থায়ী বহিষ্কারের দাবিতে জেলা বিএনপি বরাবর গণস্বাক্ষরকৃত অভিযোগ দাখিলসহ আগামীতে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।