কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (২৭ আগস্ট) সকালে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব সম্পন্ন হয়। ক্ষুধে বিতার্কিকদের চমৎকার উপস্থাপানায় উপভোগ্য হয়ে ওঠা এ বিতর্ক প্রতিযোগিতায় সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় উপজেলার তারালী মাধ্যমিক বিদ্যালয়কে, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। এছাড়া ইন্দ্রনগর হুসাইনবাদ মাদরাসা প্রতিযোগিতায় অনুপস্থিত থাকায় প্রতিপক্ষ ডা. মুজিব রুবি মডেল মাধ্যমিক বিদ্যালয় সেমিফাইনালে উন্নীত হয়।
আগামী ২ সেপ্টেম্বর উপজেলা অফিসার্স ক্লাবে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার দু’টি সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ও মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাড. জাফরুল্যাহ ইব্রাহিম, সৈয়দ মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।