নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : মহেশপুরের খোসালপুর সীমান্ত এলাকা থেকে খোসালপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারতীয় ৫ লাখ ৪ হাজার জাল রুপিসহ ওলিয়ার শেখ (৩৭) ও আমান শেখকে (৫) আটক করে। আটক ওলিয়ার শেখ বাগেরহাট সদরের বেশরগাতি গ্রামের বাসিন্দা এবং আমান শেখ তারই ছেলে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি এমদাদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের ভারতীয় জাল রুপিসহ মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।