ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় থুকড়া শেয়ার বাওয়া খালে ডিঙি বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে (২৬ আগস্ট) বিল ডাকাতিয়া সংগ্রামী ঐক্য জোটের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এ ডিঙি বাইচের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় পাঁচটি স্থানীয় ডিঙি অংশগ্রহণ করে। ব্যতিক্রম এই অনুষ্ঠানকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করে। এলাকার কয়েক’শ নারী পুরুষ রাস্তার উপর ভিড় জমায় বাইচ প্রতিযোগিতা দেখার জন্য। প্রতিযোগিতায় ইয়াসিন এক্সপ্রেস প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় হয়েছে আনিসুর রহমানের মামা-ভাগ্নে এক্সপ্রেস এবং রানার ভাই বন্ধু এক্সপ্রেস তৃতীয় হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল। শান্তিনগর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেল ডাকাতিয়া সংগ্রাম ঐক্য জোটের আহবায়ক শেখ আমান উল্লাহ আমান। অনুষ্ঠান পরিচালনা করেন কমিটির সদস্য সচিব বিএম সামিউল ইসলাম। রাতে থুকড়া বাজার চত্বরে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী ডিঙি নৌকার মাঝির হতে পুরস্কার বিতরণ করা হয়।