ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে কনশিয়াস ইয়ুথ অব ফকিরহাট এর উদ্যোগে কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চারটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী দাশ শিশির কুমার। কনশিয়াস ইয়ুথ অব ফকিরহাট এর প্রতিষ্ঠাতা শেখ রাকিব হাসান সোহাসেন পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংক কর্মকর্তা বিশ্বনাথ ভদ্র, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়, মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সি শাহরিয়ার,অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাহিদা আক্তার, শিক্ষক খায়রুল বাসার জুয়েল, শেখ সুমন হোসেন, শারমিন সুলতানা প্রমুখ।