Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুবিতে এফডব্লিউটি ডিসিপ্লিনের  উদ্যোগে স্মরণসভা ও দোয়া

এখন সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর , ২০২৫, ১০:৩৭:৪৫ পিএম

 

খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেছেন, সূচনালগ্নে যে ক’জন শিক্ষক তাঁদের নিষ্ঠা, শ্রম আর মেধা দিয়ে এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়েছেন- প্রফেসর ড. মোঃ আব্দুর রহমান তাঁদের মধ্যে অন্যতম। তাই এ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তাঁর নাম স্মরণীয় হয়ে থাকবে।

মঙ্গলবার বিকেলে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি (এফডব্লিউটি) ডিসিপ্লিন আয়োজিত প্রাক্তন শিক্ষক প্রফেসর ড. মোঃ আব্দুর রহমান-এর স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানার সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন ও ডিসিপ্লিনের প্রাক্তন প্রফেসর ড. মোঃ ওবায়দুল্লাহ হান্নান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত।

স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নবীউল ইসলাম খান। স্মৃতিচারণ করেন প্রফেসর ড. এ কে ফজলুল হক, প্রফেসর ড. মোঃ এনামুল কবীর, জীববিজ্ঞান স্কুলের প্রাক্তন ডিন প্রফেসর ড. মোঃ রকিব উদ্দিন, মরহুমের ছোট ছেলে এস এম ইসমাইল, ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও প্রথম ব্যাচের শিক্ষার্থী মোঃ সেলিম খান এবং শিক্ষার্থী তাসনিম আজম মেবীন। অনুুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী আজিজিল ইসলাম কাফফি ও ফারিহা হক।

এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রফেসর ড. মোঃ আব্দুর রহমান-এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। অনুুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)