Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দাকোপে পানি সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

এখন সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর , ২০২৫, ১০:২৮:৪৭ পিএম

 

দাকোপ প্রতিনিধি:  খুলনার দাকোপে নিরাপদ পানি সংকট সমাধানের জন্য অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএস (ইআরসিসিস) এ সভার আয়োজন করে।  

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বঙ্কিম চন্দ্র হালদার। জেজেএস’র উপজেলা সমন্বয়কারী সোয়েব উদ্দিন সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহমুদ, ইউপি সদস্য আয়ুব আলী ঢালী, নিমাই রায়, সাংবাদিক আজগর হোসেন ছাব্বির, সুফলভোগি সুপ্রিয়া মন্ডল, চন্দনা গাইন প্রমুখ।

সভায় সংস্থাটির এ পর্যন্ত বাস্তবায়িত কর্মকাণ্ডের সুফল এবং চলমান কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এ ছাড়া দাকোপের বাস্তবতায় সুপেয় পানির সংকট নিরসনে জেজেএস’র দেয়া পানির ট্যাংকির ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং সুফল ভোগীর পরিমান বৃদ্ধির সুপারিশ করা হয়। অনুষ্ঠানে সংস্থার সুফলভোগী এবং কামারখোলা, সুতারখালী ও তিলডাঙ্গা ইউনিয়নের জনপ্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)