নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ভাবদিয়া-গাড়াপোতা গ্রামের শাহরিয়ার হোসেন (২৩) নামের এক যুবকের সাপের ছোবলে মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ভাবদিয়া-গাড়াপোতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার হোসেন ভাবদিয়া-গাড়াপোতা গ্রামের আমিনুর রহমানের ছেলে।
এলাকাবাসী জানায়, সোমবার রাতে শাহরিয়ার হোসেন কয়েকজন বন্ধুর সাথে গ্রামের পাশের বিলে মাছ ধরতে যায়। মাছ ধরে বাড়ি ফেরার সময় বিষধর সাপে তাকে ছোবল মারে। পরে স্থানীয় ওঝার কাছে নিয়ে ঝাড়ফুক করেই কাজ না হওয়ায় তাকে নেয়া হয় যশোর জেনারেল হাসপাতালে। সেখানে তাকে কয়েকটি ইনজেকসান দেয়া হয়। তাতেও কোন কাজ না হওয়ায় শাহরিয়ার হোসেনকে পরে নেয়া হয় খুলনা ২৫০ শয্যা হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহরিয়ার হোসেনের মৃত্যু হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, খবর জানামাত্রই পুলিশ পাঠানো হয়। যেহেতু সাপের ছোবলে মৃত্যু তাই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।