নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ৪৮ বোতল ফেনসিডিল, ৪ বোতল মদ ও ১৯৫ পিচ ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার রাতে রাজাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে ৪৮ বোতল ফেনসিডিল ও ৪ বোতল মদ উদ্ধার করে। একই সময় সামন্তা বিজিবি ক্যাম্পের সদস্যরা জীবননগর পাড়ার রাস্তার পাশ থেকে ১৯৫ পিচ ভায়াগ্র ট্যাবলেট উদ্ধার করে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি এমদাদুর রহমান জানান, আমাদের সদস্যরা প্রতিরাতেই সীমান্ত এলাকায় অভিযান অব্যাহত রেখেছে।