নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : মহেশপুর উপজেলা বিএনপির কার্যালয়ে মঙ্গলবার দুপুরে পৌরসভার ৯ ওয়ার্ডের সভাপতি-সম্পাদকদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য অ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান রিপন, মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক সোহাগ খান, মিজানুর রহমান প্রমুখ।
পরে মহেশপুর পৌর এলাকার ৯ ওয়ার্ডের সভাপতি সম্পাদকদের মাঝে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠিত করেন অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ।