নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : মহেশপুরে ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে মাসকলাই ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ৮ শ কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা আনিচুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমাম হোসেন জ্যোতি, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সমর কুমার মিত্র, ফারুকুজ্জামান প্রমুখ।
পরে মহেশপুর উপজেলার ১২ ইউনিয়ন ও পৌর এলাকার ২ হাজার ৮শ কৃষকের মাঝে রাসায়নিক সার ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি ও ৫ কেজি মাসকলায়ের বীজ বিতরণ করা হয়।