আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়ন জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের উদ্যোগে প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টায় ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জামজামি ইউনিয়ন প্রচার বিভাগের সদ্য মনোনীত সভাপতি নাসির উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের প্রচার বিভাগের সভাপতি আমান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জামজামি ইউনিয়ন জামায়াতের আমির ফজলুল হক এবং বেলগাছি ইউনিয়নের প্রচার বিভাগের সভাপতি আব্দুল জব্বার। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশের শেষ পর্যায়ে জামজামি ইউনিয়ন প্রচার বিভাগের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি, নাসির উদ্দিন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সেক্রেটারি এনামুল হক, সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক: মাসুম শাহ, সদস্য শরিফুল ইসলাম।