ম.ম.রবি ডাকুয়া, মোংলা: বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে মোংলায় হরতাল-অবরোধ কর্মসূচি পালন করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির মোংলা উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ। হরতাল-অবরোধে স্থবির হয়ে পড়ে ছিল ব্যস্ত নগরী মোংলা।
রোববার (২৪ আগষ্ট) সারাদিন কাঠরগুড়ি, বাঁশ, বেরিকেড দিয়ে ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। একই দিন আসন পুনর্বহালের দাবিতে করা হয় বিক্ষোভ মিছিলও। এদিকে হরতাল-অবরোধে কর্মজীবীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। সরেজমিন দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে কর্মস্থলের উদ্দেশে মানুষ বাসা থেকে বের হলেও অফিসগুলোতে যেতে বাধা পোহাতে হয়। মোংলা বাজার মাছ ও সবজির বাজার ছাড়া এলাকায় কোন দোকানপাট খোলেনি। সকল যান চলাচল দিনভর বন্ধ ছিল।
মোংলাসহ কাটাখালী, নওয়াপাড়া, দিগরাজ, সাইনবোর্ড, মোল্লাহাট ও ফকিরহাটসহ বেশ কয়েকটি পয়েন্টে ব্যারিকেড দিয়ে চলে সর্বদলীয় সর্বাত্মক অবরোধ।