Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒খুবিতে ডাটা জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ

সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায় সততা ও সাহসিকতা অত্যন্ত জরুরি : উপাচার্য

এখন সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর , ২০২৫, ১০:৩৭:৪৯ পিএম

 

খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর যৌথ উদ্যোগে রোববার ‘ডাটা জার্নালিজম’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

তিনি বলেন, সাংবাদিকতা অত্যন্ত চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ পেশা। এ পেশায় যারা যুক্ত হন তাদের মধ্যে সততা, সাহসিকতা ও সত্যনিষ্ঠা থাকা অপরিহার্য। কারণ সাংবাদিকতার মাধ্যমে সমাজের অন্যায়-অবিচার, অসঙ্গতি ও ইতিবাচক দিক প্রকাশ পায়। এজন্য শুধু পুঁথিগত বিদ্যা নয়, সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক প্রযুক্তি ও ডাটা-ভিত্তিক দক্ষতা অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের অনেক ঘটনার অন্তর্নিহিত তথ্য অনুসন্ধান করে বের করতে হয়। একইসঙ্গে গবেষণামূলক তথ্য বিশ্লেষণ ও উপস্থাপন করাও জরুরি। এজন্য গণিত, পরিসংখ্যান ও কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জন অত্যন্ত প্রয়োজন। বর্তমানে প্রযুক্তির উৎকর্ষে এআই ও বিভিন্ন টুলস সাংবাদিকদের কাজকে সহজ করছে। তবে এসব টুলসের সঠিক ব্যবহার জানা সাংবাদিকতার মান উন্নয়নের জন্য অপরিহার্য।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ডাটা জার্নালিজম আধুনিক গণমাধ্যমের অন্যতম শক্তিশালী ক্ষেত্র। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জনগণকে সঠিক সংবাদ পরিবেশনই গণতন্ত্র ও জবাবদিহিতা শক্তিশালী করতে পারে। সাংবাদিকতার প্রতিটি স্তরে তথ্যভিত্তিক উপস্থাপন গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি করবে।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেন, টিআইবির পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন প্রধান সারা মনামী হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম। সঞ্চালনা করেন টিআইবির ডেপুটি কো-অর্ডিনেটর জাফর সাদিক।

দিনব্যাপী এ প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ডাটা সংগ্রহ, বিশ্লেষণ, ভিজ্যুয়ালাইজেশন এবং সংবাদ পরিবেশনে প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)