Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফকিরহাটে দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এখন সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর , ২০২৫, ১০:৩৭:০৬ পিএম

 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : ফকিরহাটে চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো, উপজেলার ব্রাহ্মণরাকদিয়া গ্রামের মুস্তাক শেখের ছেলে মাশরাফি শেখ (২২) ও একই এলাকার শেখ জাকির হোসেনের ছেলে জ্যাকি শেখ (২৮)।

মাংস বিক্রেতা সাইফুল ইসলাম, নারিকেল ব্যবসায়ী আব্দুল হালিমসহ স্থানীয়রা জানান, গত মঙ্গলবার মাংস বিক্রেতা সাইফুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় চুুরির মালামাল উদ্ধার ও চোর শনাক্ত করার কাজে নারিকেল ব্যবসায়ী আব্দুল হালিম সহযোগিতা করে আসছিলেন। এতে শুক্রবার রাতে মাশরাফি ও জ্যাকিসহ কয়েকজন মিলে আব্দুল হালিমকে মারপিট করে। এসময় তার কাছে থাকা ৭১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এরই জের ধরে শনিবার সকাল ১০ টায় ফকিরহাট বাজারের কয়েকজন ব্যবসায়ী ও স্থানীয় জনতা মাশরাফি ও জ্যাকিকে দেখতে পেয়ে আটক করে গণপিটুনি দেয়। পরে তাদের পুলিশের নিকট সোপর্দ করে। তাদের বিরুদ্ধে বাচ্চু শেখ নামে এক মাংস বিক্রেতা চাঁদাবাজীর অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়াও ভুক্তভোগী মাংস বিক্রেতা সাইফুল ইসলাম ও নারিকেল ব্যবসায়ী আব্দুল হালিম আটক ওই দুজনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজীর লিখিত অভিযোগ করবেন বলে তারা জানিয়েছেন। এদিকে আটককৃতদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে ফকিরহাটে স্থানীয় নারী-পুরুষেরা বিক্ষোভ মিছিল করেছেন।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন বলেন, চাঁদাবাজীর অভিযোগে স্থানীয়দের সহযোগিতায় দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)