কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক মাছের ঘের কর্মীর মৃত্যু হয়েছে। কলারোয়ার নাকিলা গ্রাম সংলগ্ন দাকোপ বিলের একটি মাছের ঘেরে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। মৃতের নাম ফরজ আলী (৩০)। তিনি কলারোয়ার হেলাতলা ইউনিয়নের দামোদরকাটি গ্রামের জয়নাল আলীর ছেলে। শনিবার এলাকাবাসী সূত্রে জানা যায়, ফরজ আলী ওই মাছের ঘেরে কাজ করেন। শুক্রবার রাতে ঘেরের সেচপাম্পের মটরে সমস্যা হওয়ায় তিনি সচল করার চেষ্টা করছিলেন। এসময় বিদ্যুৎ ছিল না। কাজ চলমান অবস্থায় বিদ্যুৎ চলে আসায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘেরটি নির্জন হওয়ায় তাকে চিকিৎসাসেবা দেয়ার মতো কেউ ছিল না । পরে পরিবারের লোকজন জানতে পেরে ফরজ আলীর মৃতদেহ বাড়িতে নিয়ে আসেন। ফরজ এক পুত্র সন্তানের জনক।