Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে নার্সিং শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

এখন সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর , ২০২৫, ১০:৩০:৫৬ পিএম

 

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: কালীগঞ্জে নার্সিংর শিক্ষার্থী নাসরিন নাহার শামীমার অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটি সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠীরা। শনিবার সকালে  শহরের মেইন বাসস্ট্যান্ডে কর্মসূচিতে সহপাঠী শিক্ষার্থীরাসহ এলাকার সাধারণ জনগণ অংশ নেন। মানববন্ধন থেকে অভিযোগ করা হয় নার্সিং শিক্ষার্থী নাসরিন নাহার শামীমা আত্মহত্যার ঘটনা অস্বাভাবিক। তাকে পরিকল্পিত ভাবে হত্যার করে আত্মহত্যা বলে চালানো হচ্ছে। এ সময় সহপাঠীদের মধ্যে বক্তব্য রাখেন মিতুল বিশ্বাস, আপন ও লিখন হোসেন।

সহপাঠী মিতুল বিশ্বাস জানান, মৃত্যুর দিন সকালেও শামীমার সাথে কথা হয়। তার আচরণের মধ্যে এমন কোনো কিছু দেখিনি যে সে আত্মহত্যা করতে পারে। তিনি বলেন, শামীমাকে পরিবার থেকে অত্যাচার করা হতো এমন কিছু অডিও ক্লিপ তারা পেয়েছেন। তাদের মনে হচ্ছে একটি আত্মহত্যা হতে পারে না।

শামিমার সহপাঠী আপন জানান, শামীমার মৃত্যু নিয়ে একটি চিরকুট দেখানো হয়েছে যে শামীমা আত্মহত্যার আগে লিখে গেছে। কিন্তু যে হাতের লেখা চিরকুট দেখানো হচ্ছে সেটা শামীমার না। শামীমার হাতের লেখার সাথে ওই হাতের লেখার কোনো ভাবেই মিল না। এখানে কোনো গড়মিল আছে বা ধামা চাপা দেয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট বুধবার সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া গ্রামের ওফদা সড়কে বসবাসকারী নার্সিং পড়ুয়া নাসরিন নাহার শামীমা (২২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। এর পর তার সহপাঠী ও স্থানীয়রা  সেখানে যান। তাদের সন্দেহ হয় শামীমা  কোনো ভাবেই আত্মহত্যা করতে পারে না।  এটি হত্যাকাণ্ড হতে পারে বলে তাদের ধারনা। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক সিনিয়র সেবিকা রাজিয়া সুলতানা শিশু বয়সে শামীমাকে দত্তক নিয়ে লালন-পালন করে আসছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)