Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফকিরহাটে পরিচ্ছন্নতা কার্যক্রমে বিডি ক্লিন

এখন সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর , ২০২৫, ১০:৩৭:৪৯ পিএম

 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমাদের থেকে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে বিডি ক্লিন স্বেচ্ছাসেবী যুব সংগঠনের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে ফেলে রাখা ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

শুক্রবার দিনব্যাপি সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা ফকিরহাট বিশ্বরোড মোড় ড্রেনের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এদিন তারা উপজেলার বিভিন্ন স্থানে ফেলে রাখা ময়লা আবর্জনা পরিস্কার করবেন বলে জানান।

এ সময় ফকিরহাট বিডি ক্লিনের টিম লিডার সুজন শেখ, উপসমন্বয়ক রাসেল শেখ, সদস্য আব্দুল্লাহ শেখ, সাদিয়া খাতু, কুরবান শেখ, বৃষ্টি খাতুন, আঞ্জুমারা রিমাসহ অন্যারা উপস্থিত ছিলেন।

ফকিরহাট টুঙ্গিপাড়া বাস কাউন্টারের পরিচালক মারুফ শেখ জানান, বিশ্বরোড়ে এই ড্রেনের নিচে দীর্ঘদিন ধরে মানুষ ময়লা-আবর্জনা ফেলে আসছে। এর ফলে দুর্গদ্ধ ছড়িয়ে পরিবেশ নষ্ট হচ্ছিল। এটা পরিষ্কার করায় সুন্দর একটি পরিবেশ ফিরে আসবে।

ফকিরহাট বিডি ক্লিন এর উপসমন্বয়ক রাসেল শেখ জানান, ফকিরহাট উপজেলার বিভিন্ন স্থানে ফেলে রাখা ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করা হয়েছে। এই পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে।

ফকিরহাট বিডি ক্লিন এর টিম লিডার সুজন শেখ বলেন, বিডি ক্লিন স্বেচ্ছাসেবী যুব সংগঠন। যা বাংলাদেশকে পরিচ্ছন্ন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ফকিরহাট উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। যা ভবিষ্যতে অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)