Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়স ভিত্তিক খেলোয়াড় বাছাই শুরু

এখন সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর , ২০২৫, ১০:৩০:৫৬ পিএম

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়স ভিত্তিক উপজেলা পর্যায় বাছাই শুরু হয়েছে। গত ১৯ আগস্ট মঙ্গলবার শ্রীপুর উপজেলা মিনি স্টেডিয়ামে এ বাছাই পর্ব শুরু হয়। খেলোয়াড় বাছাইয়ে ১৪ বছর, ১৬ বছর ও ১৮ বছর বসয়ী খেলোয়াড়দের মধ্যে বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বাছাই পর্বে অংশ গ্রহণ করেছে।
উপজেলার নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার সকালে মাগুরা জেলা ক্রিকেট কোচ বিসিবি নিয়োগপ্রাপ্ত সাদ্দাম হোসেন গোর্কির উপস্থিতিতে দ্বিতীয় দিনের খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইকৃত খেলোয়াড়েরা অংশ গ্রহণ করে। মাসব্যাপী অনুষ্ঠিত বাছাই পর্বে চুড়ান্তভাবে বাছাইকৃত খেলোয়াড়েরা ঝ গ্রুপে খেলার সুযোগ পাবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)