Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ছাত্রীকে কুপ্রস্তাব, শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

এখন সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর , ২০২৫, ১০:২৬:৫১ পিএম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বি এস বি সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। অভিযুক্ত আসাদুল ইসলাম ওই বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক।
ভুক্তভোগী শিক্ষার্থী গত ১৭ আগস্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, অভিযুক্ত শিক্ষক আসাদুল ইসলাম বিভিন্ন সময়ে তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এমনকি বিদ্যালয়ের বার্ষিক পিকনিক সফরে গেলে সেখানেও তাকে বিরক্ত করেছে। শিক্ষকের এহেন অপকর্মের বিচার চায় সে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ইসমাত আরা পারভীন জানান, এক শিক্ষার্থীর লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সকালে ম্যানেজিং কমিটির সভা করে দবিরুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে শোকজ করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন দিলে পরবর্তী ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।
এ দিকে শিক্ষকের অপকর্মের বিষয়টি প্রকাশ হয়ে পড়াতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে ইতিপূবের্ও এমন অপকর্মের নজির আছে। অভিভাবকদের ভাষ্য বিদ্যালয়ের শিক্ষকই যদি ছাত্রীর সাথে এহেন আচরন করে, তাহলে মেয়েরা কোথায় নিরাপদ ? ঘটনার সুষ্ঠু বিচার না পেলে মেয়েদের অন্যত্র ভর্তি করাবেন বলেও মন্তব্য করেন তারা।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক আসাদুল ইসলাম বলেন, গ্রামের কিছু মানুষ শত্রুতামুলক আমাকে হেয় করার চেষ্টা করছে। বিদ্যালয়ের থেকে তিনি এখনো কোনো শোকজ নোটিশ পাননি। তবে, তার বিরুদ্ধে করা অভিযোগটি একেবারেই মিথ্যা বলে দাবী করেন তিনি।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মুসা করিম বলেন, একজন শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগটি একেবারেই লজ্জাজনক। এ সংক্রান্তে বিদ্যালয়ে সভা করে একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। ঘটনার সত্যতা মিললে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)