কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের নির্বাচনী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২২ আগস্ট) সকাল ৮ টায় কালিগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারী ইউপি সদস্য জামাল ফারুকের সঞ্চালনায় উপজেলা যুব এবং ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী ও উপজেলা সেক্রেটারি, কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।