খুলনা প্রতিনিধি : খুলনা রয়্যাল মোড়ে লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়নি বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানান লাজ ফার্মার ব্যবস্থাপনা অংশীদার মো. আনিসুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, লাজ ফার্মা নয়, জরিমানা করা হয়েছে এডোরেবেলা হেলথ কেয়ার নামের ভুয়া কোম্পানীকে। অথচ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রশিদে দেখা যায়, গত ১৮ আগস্ট লাজ ফার্মাকেই ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ জন্য বুধবার ভুক্তভোগী অভিযোগকারী মো. সাইফুল্লাহ আল রাবিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২৫ শতাংশ হিসেবে ১ লাখ ২৫ হাজার টাকা তুলে দেওয়া হয়।