ফুলতলা (খুলনা) প্রতিনিধি: সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) খুলনা জেলা অফিস আয়োজিত আরইএলআই প্রজেক্টের সহায়তায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা বৃহস্পতিবার দুপুরে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ জেসমিন আরার সভাপতিত্বে এবং আইসিবির জেলা কর্মকর্তা ঝর্ণা রানী বিশ্বাসের পরিচালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডাঃ ফারজানা রহমান। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছিলেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মৃন্ময় পাল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, ডাঃ উত্তম কুমার দেওয়ান, ডাঃ সালিমা মেহের, ডাঃ জিল্লুর রহমান, ডাঃ ইশিতা ইয়াসমিন, ডাঃ সিমন্তী সাহা। উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, এমইএল জেলা কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, মোঃ মাহাবুবুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, হেলথ ইন্সপেক্টর মায়া দেবী, স্যানিটারী ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, মুক্তা অধিকারী, নাহিদ আক্তার, নাসরিন সুলতানা, ফিরোজা আক্তার, মোঃ রফিকুল ইসলাম, ক্লাস্টার থেকে ছিলেন রতন কুমার রায়, কাজী শাওয়ালুজ্জামান, সুমন কুমার দে।