জীবননগর প্রতিনিধি: জীবননগর পৌরসভার বাসস্ট্যান্ড চত্বরে দৃষ্টিনন্দন ইসলামিক ভাস্কর্যের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমীন হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল প্রমুখ।
প্রসঙ্গত. জীবননগর পৌরসভার উদ্যোগে ৮ লাখ ৩০ হাজার ৭৫৮ টাকা ব্যয়ে এই দৃষ্টিনন্দিত ও আকর্ষণীয় ইসলামিক ভাস্কর্য নির্মাণ করা হয়।