ফরহাদ খান, নড়াইল: স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইলে শোভাযাত্রা, পথসভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদলের আয়োজনে বুধবার বিকেলে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রথমে নড়াইল চৌরাস্তা থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। এছাড়া পৌর পুকুরপাড়ে বৃক্ষরোপণ করা হয়।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মশিয়ার রহমানের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, দলের কেন্দ্রীয় কমিটিরসহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক শাহিদুজ্জামান পাশা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তরিকুল ইসলাম সোহাগ, নড়াইল পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সৈয়দ আমির সোহেল, সদস্য সচিব ফিরোজ মোল্যাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।