Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোরেলগঞ্জে ডিলার নিয়োগে উম্মুক্ত লটারি ড্র সম্পন্ন

এখন সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর , ২০২৫, ১০:২৬:০০ পিএম

 

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: মোরেলগঞ্জে খাদ্যবান্ধব নীতিমালা-২০২৪ এর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে উম্মুক্ত লটারি ড্র অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এ লটারি ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন এলাকার  আবেদনকারীবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্য বান্ধব কর্মসূচি’র সভাপতি মো. হাবিবুল্লাহ। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, উপজেলা  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার গৌতম কুমার বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম ইকতিয়ার হোসেন।  অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল  ইসলাম।

উন্মুক্ত লটারিতে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শহিদুল হক বাবুল, উপজেলা জামায়াত ইসলামী উপজেলা নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, বিএনপি নেতা  ফারুক হোসেন সামাদ, এফ এম শামীম আহসান, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক  অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু ও ফিরোজ আহমেদ তালুকদারসহ বিএনপি ও জামায়াত ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দসহ উপজেলা খাদ্যবান্ধব কমিটির সদস্য বাছাইকৃত আবেদনকারী, সাংবাদিক ও  সুধীজন।

খাদ্য মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১৪ অক্টোবর প্রকাশিত ২০৭ নম্বর পরিপত্রের ৮ নম্বর নির্দেশনা অনুযায়ী উন্মুক্ত লটারির মাধ্যমে উপজেলার ৪২ পয়েন্টে ৪২ ডিলারকে প্রাথমিকভাবে লটারির মাধ্যমে নাম ঘোষণা করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)