শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে মাগুরার শ্রীপুর উপজেলার ৮ নম্বর নাকোল ইউনিয়ন বিএনপির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১ টা থেকে নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে নাকোল ইউনিয়নের মোট ৪৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে মিয়া শরাফত হোসেন শুকুর, মিজানুর রহমান ও রবিউল ইসলাম খান রবি, সাধারণ সম্পাদক পদে মইনুল হাসান মুক্তি, মো. মনিরুজ্জামান হোসেন মহব্বত, শহিদুল ইসলাম, মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মুক্তি মাহমুদ, জুয়েল শেখ, বাচ্চু মোল্লা ও দুলাল শেখ প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন পরিচালনায় টিম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খান হাসান ইমাম সুজা ও সহকারী টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. আলমগীর হোসেন।