পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার কাটিপাড়া দক্ষিণ চর খাস খাল অবমুক্তর দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার রাড়ুলী ইউনিয়ানের কাটিপাড়া বাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি নেতা আব্দুস সালামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডা. আব্দুল মজিদ।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, সাইফুদ্দিন সুমন, স্থানীয় বিএনপি নেতা সরদার নাজির আহম্মেদ প্রমুখ।