কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন শাখার ৬ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াত আয়োজিত এক কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে মানপুর গ্রামের মাস্টার মোহাম্মদ আলীর ছেলে ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সালাহউদ্দীন মাহমুদ এর নেতৃত্বে ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তার যুবদল থেকে জামায়াতে যোগদান করেছেন বলে তাৎক্ষণিকভাবে জানান।
কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের আমির মুহাম্মদ ইব্রাহীম বাহারীর সভাপতিত্বে ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইউপি সদস্য জামাল ফারুকের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি সহকারী অধ্যাপক মোজাম্মেল হক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী, তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি মাওলানা নূরুজ্জামান হাবিবী, উপজেলা মানবসম্পদ বিভাগের সেক্রেটারি মাস্টার ইউসুফ আলী, আলেম মাওলানা আবুল হায়াত, যুব বিভাগের সেক্রেটারি জামাল ফারুক মন্টু, মাস্টার আসাদুল্লাহ, ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোবারক হোসাইন প্রমুখ।