Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

তালায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ছাত্র শিবিরের

এখন সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর , ২০২৫, ১০:৩৭:৫১ পিএম

 

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা  তালা উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তালা শাখা।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ১০০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। ইসলামী ছাত্রশিবির তালা শাখার সভাপতি আল জামালুল বান্নার সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি শহীদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহামুদুল হক।

প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় নেতা মো. আব্দুর রহিম, গালিব আব্দুল্লাহ, তালা সরকারি কলেজের প্রভাষক মো. হাদিউজ্জামান, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম, জেলা অফিস সম্পাদক নাহিদ হাসান, জেলা অর্থ সম্পাদক মতিউর রহমান, শহর শাখার সেক্রেটারি মো. খোরশেদ আলম, মাও. কবিরুল ইসলাম ও তালা সরকারি কলেজ সভাপতি এস এম মুরাদুল হক। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে উপহার ও ক্রেস্ট তুলে দেয়া হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)