স্পন্দন ডেস্ক: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই স্লোগানে সোমবার যশোরসহ বিভিন্নস্থানে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত প্রতিবেদন :
যশোর : জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৎস্য সেক্টরে বিশেষ অবদান রাখায় ৪জনকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, মৎস্য সেক্টর যশোরের জন্য গুরুত্বপূর্ণ। এ জেলায় অনেক মাছ উৎপাদন হয়। জেলার প্রত্যেক পরিবারের কোন না কোন সদস্য মৎস্য বা কৃষির সাথে সম্পৃক্ত। মৎস্য সেক্টর জীবনের গুরুত্বপূর্ণ অংশ। সব মাছ খেয়ে ফেললে হবে না। যখন মাছ বংশ বিস্তার করে, ওই সময় মাছ ধরা নিয়ন্ত্রণ করতে হবে। তবেই মাছে সাফল্য আসবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান।
জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, হ্যাচারী মালিক সমিতির সভাপতি জাহিদুর রহমান গোলজার, সাবেক সভাপতি সাইফুজ্জামান মজু, রেনু পোনা ব্যবসায়ী আলামিন মৃধা, মৎস্যজীবী বিদ্যুৎ কুমার বিশ্বাস প্রমুখ।
আলোচনা শেষে মৎস্য সেক্টরে বিশেষ অবদান রাখায় ৪ জনকে সম্মাননা ক্রেস্ট প্রাদন করা হয়। ক্রেস্টপ্রাপ্তরা হলেন, গুনগত মানের রেনু পোনা উৎপাদনে চাঁচড়ার মাতৃফিস হ্যাচারী এন্ড ইন্টিগ্রেটেড ফার্মের সত্ত্বাধিকারী জাহিদুর রহমান গোলজার, কাপ-পাবদা-গুলশা মিশ্র চাষে ঝিকরগাছার বাঁকড়ার এ আর জয়েন্ট এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আনিস উর রহমান, পাবদা-কাপ মিশ্রন চাষে অভয়নগরের নওয়াপাড়ার কনা এগ্রো ফার্মের সত্ত্বাধিকারী আসাদুজ্জামান ও পাঙ্গাস-তেলাপিয়া কার্পমিশ্রন চাষে শার্শার পাঁচ কায়বা গ্রামের মেসার্স সুমি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী শহিদুল ইসলামকে ক্রেস্ট প্রদান করা হয়। এরপর পৌরসভার মুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এর আগে সকালে কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের করা হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
খুলনা : আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হুসাইন শওকত। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তৃতা করেন জেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান। অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, চিংড়িচাষি আবু হাসান সরদার প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে ছয় সফল মৎস্যচাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এর আগে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নগরীর শহিদ হাদিস পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন।
আলমডাঙ্গা: আলমডাঙ্গায় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে এক র্যালি বের হয়ে আলমডাঙ্গা শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. এস এম মাহমুদুল হক ও মৎস্য দপ্তরের সম্প্রসারণ অফিসার আব্দুল সাত্তার। সহকারী উপজেলা শিক্ষা অফিসার জি এম কামাল হোসেনের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভিন্ন দপ্তরের প্রধানরা ও মৎস্য চাষীরা। মাছ চাষে বিশেষ অবদান রাখার স্বীকৃতিসরূপ অনুষ্ঠানে ৩ মৎস্য চাষীকে ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।
অভয়নগর (যশোর) : অভয়নগর জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হকের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল। আমন্ত্রিত অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মহিউল ইসলাম প্রমুখ। সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
ডুমুরিয়া : উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে প্রদক্ষিণ করে। উপজেলা চত্বরে বেলুন ও পায়রা কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউএনও মুহাম্মদ আল-আমিন। পরে উপজেলা জোবায়েদ আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো: জিল্লুর রহমান রিগানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো: হাবিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান ও প্রাথমিক শিক্ষা এডুকেশন সেন্টারের ইন্সট্রাক্টর মো: মনির হোসেন। সমাজকর্মী আমজাদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনি: উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা প্রনব কুমার দাস, অ্যাড: আলমগীর হোসেন, চিংড়ি চাষী মারুফ সরদার, শেখ মাহতাব হোসেন প্রমুখ। বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন মৎস্য চাষীকে ক্রেস্ট (পুরস্কার) প্রদান করা হয়। এরা হলেন, সফল ক্লাস্টার লিডার টিপনা গ্রামের শেখ মাহাতাব হোসেন, বাগদা চিংড়ি উৎপাদনে সকল চাষী হোগলাডাঙ্গা গ্রামের প্রশান্ত কুমার ঘোষ, আধা নিবিড় পদ্ধতিতে সফল চাষী বান্দা গ্রামের নিত্যানন্দ মন্ডল, গলদা কাপ মিশ্র চাষে সফল চাষী রানাই গ্রামের শেখ শাহিনুর রহমান ও গলদা উৎপাদনে সফল ক্লাস্টার চাষী রুদাঘরা গ্রামের মারুফ সরদার।
নড়াইল : সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। পরে সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
জেলা মৎস্য কর্মকর্তা এইচএম বদরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, সদর থানার পুলিশ পরিদর্শক জামিল কবির, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমুসহ অনেকে।
পাইকগাছা (খুলনা) : সকালে র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত, বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার প্রদান করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল হোসেন, লোনা পানি কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতীম রায়,মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার,খাদ্য কর্মকর্তা হাসিবুর রহমান,উপজেলা প্রকৌশলী শাফিন সোহেব, উপজেলা প্রাইমারি শিক্ষা প্রশিক্ষন সেন্টার কর্মকর্তা (ইন্সট্রাক্টর ) মোঃ ঈমান উদ্দীন, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন, চিংড়ি চাষী ইলিয়াস হোসেন প্রমুখ। অনুষ্ঠানে মৎস্য খাত ও বাগদা পোনা সরবরাহে বিশেষ অবদান রাখায় ৪ জনকে পুরস্কৃত করা হয়।
কেশবপুর : সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে শহরের প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আলাউদ্দিন আলা, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও এনসিপির সম্বন্নয়ক সম্রাট হোসেন। স্বাগত বক্তব্য দেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু।
আলোচনা সভা শেষে চিংড়ি মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখায় আব্দুস সবুর মোল্লা, মাছ উৎপাদনে তরুণ উদ্যোক্তা হিসেবে ইয়াসিন আরাফাত, কার্প জাতীয় মাছ উৎপাদনে মুজিবর রহমান ও পাবদা মাছে উৎপাদনে বিশেষ অবদান রাখায় ইসরাফিল হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জীবননগর : সকাল ১০টায় জীবননগর উপজেলা পরিষদের মধ্যের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এই মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন। সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জুয়েল শেখ। প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, উপজেলা সনাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, উপজেলা সমবয় কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।
আশাশুনি : সকাল ১০ টায় অনুষ্ঠানের শুরুতে র?্যালী বের করা হয়। র?্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদ কমপ্লেক্স পুকুরে ২৫ কেজি মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। মেরিন ফিসারিজ অফিসার রত্না সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মৎস্যজীবি সমিতি জেলা আহবায়ক খায়রুল আহসান, সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, শাহারুজ্জামান, এইচ এম জামান। অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ ক্লাস্টার পদ্ধতিতে মাছ চাষী শাহারুজ্জামান, ২য় স্থান অধিকারী চাষী আঃ হান্নান পাড় ও মাটির পুকুরে গলদা পিএল উৎপাদনকারী এইচ এম জামানকে ক্রেস্ট প্রদান করা হয়।
শ্রীপুর (মাগুরা) : সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র?্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমার নদে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন।
উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. জাহিদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফখরুদ্দিন মিজান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, মৎস্য পুরস্কারের জন্য মনোনীত খন্দকার আতাউর রহমান শিপন, সফল মৎস্য চাষী শাহানা পারভীন ও কাজী আল-আমিন।
দাকোপ : র্যালী শেষে উপজেলা হেড কোয়ার্টার জামে মসজিদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় দাকোপ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা সিনিময়র মৎস্য অফিসার প্রদীপ কুমার দাম। সভায় বক্তৃতা করেন দাকোপ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আকতারুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র উপজেলা সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম, চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আলামিন সানা, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামিম হোসেন, মৎস্য চাষী রাজিব সানা। স্বাগত বক্তৃতা করেন উপজেলা ফিশারিজ অফিসার বিপুল কুমার দাশ।
ফকিরহাট (বাগেরহাট) : বর্ণাঢ্য র্যালি, সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও সফল মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্স ভবন চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি পুকুর পাড়ে এসে শেষ হয়। এরপর কর্মকর্তারা সরকারি পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন। পরে উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্স ভবন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে সফল মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার প্রদান করা হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুনসহ অন্যান্যরা।
কালিগঞ্জ (সাতক্ষীরা): র্যালি, আলোচনা সভা, মৎস্য চাষি ও মৎস্য চাষের সাথে জড়িত উদ্যোক্তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে অফিসার্স ক্লাব মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য তৌকির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার অনুজা মন্ডল। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, হ্যাচারি কর্মকর্তা আজহারুল হক, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, মানবাধিকার কর্মী শেখ ওহিদুর রহমান ছোট, মৎস্যচাষি গোলাম ফারুক, রুহুল আমিন প্রমুখ।
কালীগঞ্জ (ঝিনাইদহ) : সকালে উপজেলা পরিষদে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন আলম। এরপর একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ এর সভাপতিত্বে কউপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় কালীগঞ্জ উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জেসমিন আরা, কৃষি সম্প্রসারন অফিসার আকতারুজ্জামান মিয়া ও মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা বেগমসহ খামারীরা উপস্থিত ছিলেন।
ফুলতলা (খুলনা) : বেলা সাড়ে ১১টায় উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা কাজী জাফর উদ্দিন, সমাজসেবা অফিসার মোঃ ফিরোজ শাহ, আইসিটি অফিসার অজয় কুমার পাল, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা কচি খানম, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সেক্রেটারী শেখ মনিরুজ্জামান, মৎস্যচাষি ফ ম আঃ রহমান, মোঃ আব্বাস সরদার, মোঃ লুৎফর বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে মোঃ হাসান ইমামুল হক ভুঁইয়া, মোঃ ফেরদাউস মোল্যা, মোঃ মিলন মোল্যা, শাহাবুদ্দিনকে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর পূর্বে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে র্যালী ও উপজেলা পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়।
মোরেলগঞ্জ (বাগেরহাট) : সকাল দশ টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রনজিত কুমার এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার একেএম ইখতিয়ার উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসান তারেক, মেরিন অফিসার(মৎস্য) মো. আব্দুল্লাহ আল মোদাচ্ছের, কোষ্ট গার্ড অফিসার মো. রুবেল, জামায়াতে ইসলাম উপজেলা আমির মো. সাহাদাৎ হোসাইন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. কায়কোবাদ আকঞ্জি।
কলারোয়া (সাতক্ষীরা) : র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, পুরস্কার প্রদান করা হয়। মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। র্যালি কলারোয়া পৌরসহ প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা সভাপতিত্বে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম এনামুল ইসলাম, কলারোয়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, জামায়াত নেতা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, উপজেলা মৎস্য দপ্তরের ধীমান বৈরাগী, সুকুমার মন্ডল, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ প্রমুখ। অনুষ্ঠানে সফল মাছচাষি আবু তাহের মোল্লা, বিমল কৃষ্ণ পোদ্দার, আমজাদ হোসেন ও আব্দুর রহিম মোড়লকে পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য দপ্তরের সায়েদ মোহাম্মদ ফারাহ।
বাঘারপাড়া : সকাল সাড়ে ১১ টায় র্যালি, আলোচনা সভা, সফল মৎস্য চাষিকে পুরস্কার ও পোনামাছ অবমুক্তকরণ করা হয়।
প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার। মৎস কর্মকর্তা ওয়ালিদ হোসেন রুম্মানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান মশিয়ুর রহমান, বাঘারপাড়া পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা, পৌর জামাতের আমীর মাওলানা আমানউল্লাহ, উপজেলা কৃষি অফিসার সাইয়েদা নাসরিন জাহান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শামসুল আরেফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক আহম্মেদ ।