মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম পর্ব শেষে শনিবার দ্বিতীয়ার্ধে ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও দুইজন সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৬ ইউনিয়ন থেকে ১ হাজার ১৩৬ ভোটার থাকলেও ১ হাজার ১শ’ ১ ভোট দিয়েছেন। শনিবার রাত নয়টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
ভোটের ফলাফলে শহিদুল হক বাবুল ৫৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী এফ এম শামীম আহসান ভোট পেয়েছেন ৩০৯, অধ্যাপক আব্দুল আউয়াল ভোট পেয়েছেন ২৪৪। সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান ইয়াদ ৫৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী ফকির রাসেল আল ইসলাম ৪৬১ ভোট পেয়েছেন, আফজাল হোসেন জোমাদ্দার পেয়েছেন ৩৮ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে সাবিনা ইয়াসমিন টুলু ৪৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং ফিরোজ শাহ তালুকদার-৩৮৬ ভোট পেয়ে দ্বিতীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে। প্রতিদ্বন্দ্বী অধ্যাপক আবুজাফর ফাইজুল হক-৩০৬, জাহাঙ্গীর হাসান লাভলু ২৫৬, খেলাফত হোসেন খসরু২২৬, এবং ইউনুস আলী আকন-১২৮ ভোট পেয়েছেন।