Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিগঞ্জে ১২দলীয় ফুটবল টুর্নামেন্টে নলতা ও মথুরেশপুর ইউনিয়ন ফাইনালে 

এখন সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর , ২০২৫, ১০:৩৪:২৩ পিএম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা কালিগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে আন্তঃ ইউনিয়ন ১২ দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম ও ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় সাদপুর ফুটবল মাঠে এ দুটি সেমিফাইনালের আয়োজন করা হয়।

টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে তারালী ইউনিয়নকে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করে নলতা ইউনিয়ন ফুটবল একাদশ এবং ২য় সেমিফাইনালে বিষ্ণুপুর ইউনিয়নকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালে উন্নীত হয় মথুরেশপুর ইউনিয়ন ফুটবল একাদশ।

উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি ইউপি সদস্য জামাল ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, অফিস সম্পাদক মাস্টার আফতাব উদ্দীন, মাওলানা আজিজুর রহমান জিহাদী, নলতা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আকবর হোসেন, ভাড়াশিমলা ইউনিয়ন জামায়াতের আমীর আবুল ফারা সিদ্দিকী প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)