Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাগেরহাটে বিএনপির দুই নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এখন সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর , ২০২৫, ১০:২৬:০১ পিএম

 

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলার লড়ারকুল গ্রামের রশিদ মাঝি ও আজিজুল মল্লিকসহ ১১ জনের বিরুদ্ধে চাঁদা দাবি এবং চাঁদা টাকা না দেয়ায় ঘেরের মাছ চুরি করার অভিযোগ পাওয়া গেছে। চিতলমারীর সদর উপজেলার আড়পাড়া গ্রামের ওবায়েদ মোড়ল পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছে।

ওবায়েদ মোড়ল নিজেকে বিএনপি কর্মী দাবি করে গতকাল বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, রশিদ মাঝি ওয়ার্ড বিএনপির সভাপতি ও  আজিজুল যুবদল নেতা।  তাদের হুকুমে এলাকার কিছু সন্ত্রাসী লোক তার কাছে চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় গত ৩১ জুলাই ভোরে তার ঘের থেকে আড়াই লাখ টাকার মাছ চুরি করে চিতলমারী আড়তে বিক্রি করা হয়েছে। তিনি আরো বলেন, চিতলমারী উপজেলার বালিয়াডাঙ্গা মৌজার ৫ একর জমিতে তিনি দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ঘের করে আসছেন। তিনি সংবাদ সম্মেলনে মাছ চুরি ও চাঁদাবাজির সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানানো হয়। অপরাপর অভিযুক্তরা হলো, জুয়ের মাঝি, কুটি মল্লিক,এনামুল মল্লিক,অলমগীর মল্লিক, হাবিবর শেখ, জাহিদ শেখ,মনি রবিউল। এছাড়া অজ্ঞাত আরো ৪/৫ জন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওবায়েদ মোড়লের ছেলে সিদ্বেশরী কলেজ ছাত্রদল নেতা ওয়ালিউল্লাহ ও  ভাই  মহিদুল ইসলাম। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)