শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুর সাব-রেজিস্ট্রার শুভ্রা রানী বাড়ৈ এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন যশোর উপ-পরিচালক বরাবর একটি লিখিত আবেদন করেছেন হাসানুর রহমান নামে এক ব্যক্তি। বিষয়টি অবগতির জন্য মাগুরা জেলা প্রশাসক ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনুলিপি প্রেরণ করেছেন। গত ১১ আগস্ট সোমবার তিনি এ লিখিত অভিযোগ দেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর সাব-রেজিস্ট্রার পদে যোগদানের পর থেকেই শুভ্রা রানী বাড়ৈ ওয়ারেশ কায়েম সার্টিফিকেট দিয়ে কোন জমি রেজিস্ট্রি করছেন না। ফলে সরকারি রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। দাখিলকৃত দলিল প্রতি ১০০০ টাকা ও প্রতি লাখে ৮ হাজার টাকা উৎকোচ না দিলে তিনি দলিল রেজিস্ট্রি করেন না। এছাড়াও এনআইডি কার্ড ও পর্চায় নামের বানান ভুল থাকলে আদালতের এফিডেভিট থাকা সত্বেও উৎকোচ না দিলে তিনি সেই দলিলও রেজিস্ট্রি করেন না।