শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে সদর ২নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও জুলাই-আগস্টে সকল শহীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার শ্রীপুর পুরাতন বাজার খাদ্য গুদামের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রীপুর সদর ২নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আজিজ মোল্যা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ কামরুল হাসান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, খলিলুর রহমান মোল্যা, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি টুকু খান, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব সেলিম মোল্যা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফারুক আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর প্রমুখ।