কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে প্রতিষ্ঠান প্রধানদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় সমিতির নিজস্ব ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্যাহ আমান।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক শামসুল হক, আব্দুস সালাম, শরিফুল ইসলাম, বদরুর রহমান, মোশাররফ হোসেন, বিমল কুমার ঘোষ, আহসান হাবীব, হজরত আলি, শফিকুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, জাকির হোসেন, শাহাদাৎ হোসেন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল করিম, আব্দুল আলিম, আব্দুল মাজেদ, আসাদুজ্জামান, সত্যব্রত সাহা প্রমুখ। সভা শেষে শিক্ষকদের চলমান আন্দোলনে সার্বিক সহযোগিতার জন্য ৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা হলেন, আহবায়ক প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, সদস্য সচিব সহকারী শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সদস্য-প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, শামসুল হক, আ.সালাম, আ.করিম ও আ. আলিম।