আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় দেশীয় তৈরি অস্ত্র ও মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে। আটক হাসান খান (৩৬) আলমডাঙ্গা উপজেলার গড়গড়ি গ্রামের গোলাম খানের ছেলে।
শনিবার গভীর রাতে পুলিশ আলমডাঙ্গার গড়গড়ির গ্রামে অভিযান চালিয়ে হাসান খানকে আটক করে। এসময় তার কাছ থেকে দেশীয় দুটি অস্ত্র, ২০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা।
রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান।