সাতক্ষীরা প্রতিনিধি: দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে একুশে টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম মিনি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এম রফিক, নির্বাহী কমিটির সদস্য আমিরুজ্জামান বাবু, খবরপত্রের জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মুহাম্মদ জিল্লুর রহমান, এম ইদুজ্জামান ইদ্রিস, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার, দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহ আলম, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি কে এম আনিছুর রহমান, আমার বার্তার জেলা প্রতিনিধি মীর আবু বকর, দৈনিক লাখোকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. ফিরোজ হোসেন, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি খন্দকার আনিসুর রহমান, দৈনিক নিরপেক্ষ পত্রিকার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমান প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।