Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাংবাদিক তুহিন হত্যা : তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

এখন সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর , ২০২৫, ১০:৩২:৫৩ পিএম

প্রেসবিজ্ঞপ্তি : গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। একইসাথে সংগঠনটির পক্ষ থেকে শোকাহত
পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
শুক্রবার(৮ আগস্ট) তালা প্রেসক্লাবের সভাপতি এস.এম নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি এসএম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক এমএ মান্নান,সাংগঠনিক সম্পাদক খান নাজমুল হুসাইন, দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, কার্যনির্বাহী সদস্য এসএম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম, এস.এম আকরামুল ইসলাম,বাহারুল ইসলাম, বি.এম বাবলুর রহমান, এ্যাড: কবির আহমেদ,মো: সোহাগ হোসেন, এসএম জহর হাসান সাগর, সাধারণ পরিষদ সদস্য কাজী ইমদাদুল বারী জীবন, মো: লিটন হুসাইন, বি.এম বোরহান উদ্দীন,মো: বাহারুল ইসলাম মোড়ল, মো: হাফিজুর রহমান,শেখ ফয়সাল হোসেন, কাজী এনামুল হক বিপ্লব, খাঁন আল-মাহবুব হুসাইন, পার্থ প্রতিম মন্ডল, মো: সাগর মোড়ল, মোঃ মোস্তাফিজুর রহমান রাজু প্রমুখ এক বিবৃতি প্রদান করেন।
তালা প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক বিবৃতিতে বলেন, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষ্যে এ হত্যাকাণ্ডে দায়ী ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী ও খুনিদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। সাংবাদিক তুহিনের পরিবারকে ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে তালা প্রেসক্লাব সর্বাত্মকভাবে পাশে থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)