সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহীদ জুলাই স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টে টাইব্রেকার এর মাধ্যমে কালিগঞ্জ ফুটবল একাদশ তিন শূন্য গোলের ব্যবধানে পাটকেলঘাটা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ এমদাদুল হক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক মাদ্রাসা সম্পাদক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি নাজমুল ইসলাম, জেলা সাহিত্য সম্পাদক জাহিদ হাসান রানা, জেলা ক্রীড়া সম্পাদক
আব্দুস সামাদ,পাটকেলঘাট থানা সেক্রেটারি ওমর ফারুক,কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি আবু ঈসা ,এছাড়াও সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা বলেন, এই টুর্নামেন্ট শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয়—বরং জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে তরুণদের মাঝে শারীরিক ফিটনেস, ঐক্য ও ইসলামী আদর্শে জাগরণ ঘটানোই এর মূল উদ্দেশ্য। বক্তার আরো বলেন, ইসলামী আন্দোলনের কর্মীরা শারীরিকভাবে সবল ও মানসিকভাবে দৃঢ। রাসূল (সা.) বলেছেন:”শক্তিশালী মুমিন আল্লাহর কাছে অধিক প্রিয় ও উত্তম দুর্বল মুমিনের চেয়ে।”