Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

৯ বছরের আবদুর রহমান সাড়ে ৬ মাসে কুরআনের হাফেজ

এখন সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর , ২০২৫, ১০:২৮:৪৯ পিএম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাবা-মায়ের ইচ্ছাপূরণ করতে মাত্র সাড়ে ৬ মাসে পবিত্র আল কুরআন মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করে আলোড়ন সৃষ্টি করেছে ৯ বছর বয়সী মেধাবী শিশু মুহাম্মদ অবদুর রহমান। হাফেজ অবদুর রহমান (৯) বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা সদড় পৌরসভার বারইখালী ফেড়িঘাট সংলগ্নে অবস্থিত মারকাজ ওমর আল ফারুক (রা.) মাদ্রাসার শিক্ষার্থী। এ মাদ্রাসা থেকেই সে মাত্র ৬ মাস ১৫ দিনে পবিত্র কোরআন শরিফের ৩০ পাড়া মুখস্থ করে কৃতিত্বের সঙ্গে হিফজ বিভাগের পড়াশোনা সম্পন্ন করেছে। হাফেজ অবদুর রহমান উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরী গ্রামের মো. শফিকুল ইসলাম ও ফারজানা বেগম দম্পতির ছোট ছেলে। ২ ভাই ও ১ বোনের মধ্যে সে ২য়।
শিশুটির মা ফারজানা বেগম বলেন, মহান আল্লাহ আমাদের ইচ্ছা পূরণ করেছেন। স্বপ্ন ছিল ছেলেকে হাফেজ বানাব। তাই বাড়ির পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে প্রথম শ্রেণির লেখাপড়া শেষেকরে স্কুল থেকে নিয়ে ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দেই। আল্লাহর অসিম কৃপায় মাত্র সাড়ে ৬ মাসে ছেলেটা আমাদের স্বপ্ন পূরণ করেছে। ছেলের এ সাফল্যে ওর দাদা-দাদিসহ আমরা পরিবারের সবাই অত্যন্ত খুশি। মাদ্রাসার হুজুরদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশবাসীর নিকট হাফেজ আবদুর রহমানের জন্য দোয়া চাচ্ছি, আমাদের ছেলে বিজ্ঞ আলেম হয়ে যেন মানুষ ও ইসলামের খেদমত করতে পারে।
মারকাজ ওমর আল ফারুক (রা.) মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি আবদুল কুদ্দুস আশ্রাফী জানান, মা-বাবার স্বপ্ন পূরণ করতে হাফেজ হওয়ার উদ্দেশ্যে ৭ বছর বয়সে অবদুর রহমানকে মাদ্রাসায় ভর্তি করা হয়। এরপর নুরানী-নাজেরা বিভাগের পাঠ শেষ করে চলতি ২০২৫ সালের জানুয়ারি মাসে হিফজ পড়া শুরু করে। শিশুটি খুবই মেধাবী, উদ্যমী ও সেই সাথে নম্র-ভদ্র এবং বিনয়ী হওয়ায় মাদ্রাসার শিক্ষকসহ সকলের নজর কাড়তে সক্ষম হয়। ৬ মাস ১৫ দিনে ৯ বছর বয়সে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে অবদুর রহমান।
মাদ্রাসা সংলগ্ন স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম ফরাজী মাদ্রাসার পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শিশু হাফেজ আবদুর রহমানের এ কৃতিত্বের জন্য শুভ কামনা জানাই।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)