Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সুন্দরবনে ১১ বোতল কীটনাশকসহ ৮ জেলে আটক

এখন সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর , ২০২৫, ১০:১৪:৫৮ পিএম

 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: অবরোধ চলাকালীন সময়ে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর এলাকার খালে অভিযান চালিয়ে একটি ট্রলার তিনটি নৌকা ১১ বোতল কীটনাশক সহ ৮ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। রাত সাড়ে সাতটার দিকে বনরক্ষীদের তিনটি টহল দল  যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।

বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন গহীন বনে গোপনে বিষ দিয়ে মাছ ধরছে জেলেরা। এমন গোপন সংবাদের দুবলা টহল ফাঁড়ি, শেলার চর ও শরণখোলা স্টেশনের বনরক্ষীরা যৌথ অভিযান চালায় ওই এলাকায়। এ সময় তারা একটি ট্রলার, তিনটি ডিঙ্গি নৌকা ও ১১ বোতল কীটনাশক সহ ৮ জেলেকে আটক করে। এ সময় ওই ট্রলার থেকে কাঁকড়া ধরার কিছু চারু জব্দ করে বনরক্ষীরা।আটককৃত জেলেরা হলো বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা ও খুলনার কয়রা এলাকার বাসিন্দা সেকান্দার আলী, ওবায়দুল শেখ, সিরাজুল ইসলাম, আলী হাসান, জাহিদুল হাওলাদার, ওহাব মিয়া, মুহিত বাবলা ও শহিদুল হাওলাদার। ৪ জুলাই সকালে এদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট কোর্টে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে পূর্ব  সুন্দরবনের শরণখোলা রেঞ্জের  এসিএফ রানা দেব বলেন, আটকৃত ছেলেদের ও জব্দকৃত মালামাল গত রাত ১২ টায়  শরণখোলা রেঞ্জে হস্তান্তর করেছে বনরক্ষীরা। পরে তাদের বিরুদ্ধে বনবিভাগীয় মামলা দায়ের করে বাগেরহাট জেলা হাজতে প্রেরন করা হয়েছে। তিনি আরো বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)